নয়াদিল্লি, ১৮ অক্টোবর (হি.স.) : সন্ত্রাস, সাইবার অপরাধ এবং দুর্নীতির মতো চ্যালেঞ্জ মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, হুমকি যখন বিশ্বব্যাপী হয়, তখন প্রতিক্রিয়া শুধুমাত্র স্থানীয় হতে পারে না। দুর্নীতিবাজ ও সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল থাকবে না।মঙ্গলবার প্রগতি ময়দানে ইন্টারপোলের ৯০তম সাধারণ অধিবেশনে ভাষণে প্রধানমন্ত্রী বলেন, উন্নত বিশ্বের জন্য আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য। তিনি বলেন, এমন সময়ে যখন জাতি এবং সমাজগুলি অভ্যন্তরীণ দিকে মোড় নিচ্ছে, ভারত বর্ধিত বৈশ্বিক সহযোগিতার আহ্বান জানাচ্ছে। তিনি বলেন, “সন্ত্রাস, দুর্নীতি, মাদক চোরাচালান, চোরাচালান ও সংগঠিত অপরাধ, এসব হুমকি পরিবর্তনের গতি আগের চেয়ে দ্রুততর হয়েছে। যখন হুমকি বিশ্বব্যাপী হয়, তখন প্রতিক্রিয়া শুধুমাত্র স্থানীয় হতে পারে না। এই হুমকিগুলিকে পরাস্ত করার জন্য বিশ্ব একত্রিত হওয়ার উপযুক্ত সময় এসেছে।”
দুর্নীতিকে সমাজের জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে বর্ণনা করে প্রধানমন্ত্রী বলেন, এটি সন্ত্রাসের অর্থায়নেরও একটি উৎস। তিনি আরও বলেন, দুর্নীতি ও আর্থিক অপরাধ অনেক দেশের নাগরিকদের কল্যাণকে ক্ষতিগ্রস্ত করেছে। বিশ্ব সম্প্রদায় থেকে নিরাপদ আশ্রয় নির্মূল করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে মোদী বলেন, একটি নিরাপদ বিশ্ব আমাদের যৌথ দায়িত্ব। দুর্নীতিবাজ ও সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল থাকবে না। তিনি বলেন, সন্ত্রাস মোকাবেলার কৌশল আরও তৈরি করতে হবে। এটি আর যথেষ্ট নয় যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে শুধুমাত্র শারীরিক জায়গায় লড়াই করা হয়, এটি এখন অনলাইন র্যাডিক্যালাইজেশন এবং সাইবার হুমকির মাধ্যমে তার উপস্থিতি ছড়িয়ে দিচ্ছে।বৈশ্বিক পরিমণ্ডলে ভারতের ভূমিকার কথা উল্লেখ করে মোদী বলেন, জলবায়ু লক্ষ্য থেকে শুরু করে কোভিড ভ্যাকসিন পর্যন্ত, ভারত যে কোনও সংকটে নেতৃত্ব দেওয়ার ইচ্ছা দেখিয়েছে। এমনকি দুর্যোগের সময়েও সাহায্যে এগিয়েছে ভারত। তিনি বলেন, ভারত রাষ্ট্রসংঘ শান্তিরক্ষা মিশনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। রাষ্ট্রসংঘ শান্তিরক্ষা বাহিনীতে বিপুল সংখ্যক ভারতীয় সেনা উপস্থিত রয়েছে।