কেন্দ্রীয় সরকার পূর্বোত্তরের জন্য ২০০০টি হোমস্টে-র অনুমোদন দিয়েছে : সাংসদ রেবতী ত্রিপুরা

আগরতলা, ১৭ অক্টোবর (হি. স.) : পর্যটনের প্রসারে পূর্বোত্তরেও হোমস্টে-র সুবিধা অচিরেই মিলবে। কেন্দ্রীয় সরকার পূর্বোত্তরের জন্য ২০০০টি হোমস্টে-র অনুমোদন দিয়েছে। আজ ধলাই জেলায় ডম্বুর জলাশয়ের নারকেলকুঞ্জে নবনির্মিত লগহাট উদ্বোধনী অনুষ্ঠানে এই সংবাদ দিয়েছেন পূর্ব ত্রিপুরা সাংসদ রেবতী ত্রিপুরা।

এদিন তিনি বলেন, ত্রিপুরা সরকার প্রতিশ্রুতি অনুযায়ী সময়ের মধ্যে রাজ্যের উন্নয়নে কাজ করে চলছে। তিনি স্থানীয় মানুষদের বাইরে থেকে আসা পর্যটকদের সাথে সেবা ও সহযোগিতার মানসিকতা নিয়ে ব্যবহার করার পরামর্শ দিয়েছেন।

এদিন অনুষ্ঠানে ত্রিপুরার পর্যটনমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, গত সাড়ে ৪ বছরে রাজ্যের পর্যটন স্থলগুলির বিকাশে ১০০ কোটি টাকা ব্যয় করা হয়েছে। এডিবি-র মাধ্যমে আগামীদিনে ২০০ কোটি টাকা খরচ করা হবে। মন্দিরঘাট দিয়ে নারকেলকুঞ্জে আসার রাস্তার উন্নতিকরণ করা হচ্ছে। নতুন হ্যালিপেড নির্মাণ করা হয়েছে। গন্ডাতুইসা হয়ে নারকেলকুঞ্জে আসার জন্য ঝুলন্ত সেতু নির্মাণ করা হবে।

সাথে তিনি যোগ করেন, তীর্থমুখ ও ভুবনেশ্বরী মন্দিরের উন্নতিতে প্রসাদ স্কিমে কাজ করা হবে। পর্যটনের সাথে সংশ্লিষ্ট যেকোন ব্যবসায় দপ্তরের পক্ষ থেকে স্বল্পসুদে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত দেওয়ার ব্যবস্থা রয়েছে।প্রসঙ্গত, নারকেলকুঞ্জে প্রতিটি লগহাটে রয়েছে ১টি করে বেডরুম, ড্রয়িং রুম, টয়লেট ও ব্যালকনি। পর্যটকদের জন্য থাকবে জেটস্কি রাইডিং, সাইট সিং এর স্পীড বোট, মাছ ধরার ব্যবস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *