ছবির শুটিং করতে ছত্তিশগড়ে পৌঁছলেন অভিনেতা অক্ষয় কুমার

রায়পুর, ১৫ অক্টোবর (হি. স.) : বলিউড অভিনেতা অক্ষয় কুমারের আসন্ন ছবির শুটিংয়ের জন্য ছত্তিশগড়ে পৌঁছলেন অভিনেতা অক্ষয় কুমার। রায়গড়ের আশেপাশের এলাকায় প্রায় ৪ দিন ধরে চলবে ছবির শুটিং।

অভিনেতা অক্ষয় কুমার দক্ষিণের ছবি সোরারাই পোত্রুর রিমেকের শুটিং হবে ছত্তিশগড়ে। বহু জাতীয় পুরস্কার জিতেছে ছবিটি। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার ও অভিনেত্রী রাধিকা মদন। ছত্তিশগড়ে এর আগে বেশ কিছু বলিউড ছবির শুটিং হয়েছে, তবে অক্ষয়ের এই ছবিটি সবচেয়ে বড় বাজেটের ছবি।