স্পোর্টস ক্যারাটে  চ্যাম্পিয়নশীপ রবিবার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ অক্টোবর।। ত্রিপুরা স্পোর্টস ক্যারাটে চ্যাম্পিয়নশীপ ১৬ অক্টোবর অনুষ্ঠিত হচ্ছে। ধলেশ্বরে প্রান্তিক ক্লাবে হবে আসর। ওইদিন সকাল ১১ টায় আসরের উদ্বোধন করবেন ক্রীড়া পর্ষদের যুগ্ম সচিব সরযূ চক্রবর্তী। উপস্থিত থাকবেন শতদল সংঘের সচিব অধীর দেবনাথ এবং উদ্যোক্তা সংস্থার সভাপতি দিব্যেন্দু দত্ত। আসরে রাজ্যের বিভিন্ন জেলা থেকে খেলোযাড়রা উপস্থিত থাকবেন। ওই দিন বিকেলেই হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ত্রিপুরা স্পোর্টস ক্যারাটে সংস্থার সচিব কৃষ্ণ সূত্রধর এখবর জানিয়েছেন। তিনি আসর সুষ্ঠভাবে সম্পন্ন করতে ক্রীড়ামোদী মানুষের সহযোগিতা চেয়েছেন।