কাঠমাণ্ডু, ৮ অক্টোবর (হি.স.): জ্বর, কাশি-সহ নানা ধরনের শারীরিক সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারী। নেপালের রাষ্ট্রপতিকে কাঠমাণ্ডুর মহারাজগঞ্জের ত্রিভূবন ইউনিভার্সিটি টিচিং হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার নেপালের রাষ্ট্রপতির সচিব ভেশ রাজ অধিকারী জানিয়েছেন, বেশ কিছু স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হয়েছিলেন রাষ্ট্রপতি এবং ফ্লু, কাশি এবং জ্বর হওয়ার পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রের খবর, এখন স্থিতিশীল রয়েছেন রাষ্ট্রপতি।