ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ অক্টোবর।। আগামীকাল আসরের শেষ ম্যাচ খেলতে মাঠে নামছে ত্রিপুরা। প্রতিপক্ষ রাজস্থান। সি এ পি মাঠে হবে ম্যাচটি। অনূর্ধ্ব-১৯ বালিকাদের টি-২০ ক্রিকেটে। আসরের প্রথম ৪ ম্যাচেই ল্যাজে গোবরে হয়েছিলেন অম্বেষা-রা। বড় কোনও অঘটন না ঘটলে আগামীকালও পয়েন্ট হারিয়ে মাঠ ছাড়বেন রূমা দাসের মেয়েরা। ফলে সম্ভবতঃ এবছর খালি হাতেই রাজ্যে ফিরবে অনামিকা-রা। একঝাঁক নতুন মুখ নিয়ে এবছর গড়া হয়েছিলো ত্রিপুরা দল। দলের বেশীরভাগ ক্রিকেটারের অভিজ্ঞতা নেই বললেই চলে। এরই খেসারত দিতে হচ্ছে রাজ্যকে। শক্তিশালী দলগুলোর পাশাপাশি দুর্বল ও নবাগত অরুনাচল প্রদেশের বিরুদ্ধেও হারতে হয়েছে ত্রিপুরাকে। ফলে রাজস্থান ম্যাচে খুব একটা ভালো ফলাফল আশা করা যাচ্ছে না। তারপরও কোচ নারায়ন চন্দ্র দে আশা করছেন, আগামীকাল শেষ ম্যাচে বিপক্ষ দলকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দেবে মেয়েরা। শেষ চেষ্টা করবেই। মাঠে মেয়েরা কি করে এখন সেটাই দেখার।
2022-10-07