Kojgari Lakshmi Puja :কাল কোজগরী লক্ষ্মী পূজা, বাজারে মূর্তির দাম বৃদ্ধি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ অক্টোবর৷৷  লক্ষ্মী হলেন একজন হিন্দু দেবী৷ লক্ষ্মী পূজা অধিকাংশ হিন্দুর গৃহেই অনুষ্ঠিত হয়৷ দীপাবলি ও কোজাগরী পূর্ণিমার দিন তার বিশেষ পূজা হয়৷ এটি কোজাগরী লক্ষ্মী পূজা নামে খ্যাত৷ বাঙালি হিন্দুরা প্রতি বৃহস্পতিবার লক্ষ্মীর সাপ্তাহিক পূজা করে থাকেন৷ এই পূজা সাধারণত বাড়ির সধবা স্ত্রীলোকেরাই করে থাকেন৷ ধর্মীয় রিতি অনুযায়ী ৯ অক্টোবর রবিবার এই বছর লক্ষ্মী পুজা৷ লক্ষ্মী পুজাকে সামনে রেখে  ইতিমধ্যে মৃৎ শিল্পীরা দেবী লক্ষ্মীর মূর্তি নিয়ে বাজারে এসেছেন৷ বিভিন্ন আকারের লক্ষ্মী প্রতিমা তৈরি করছেন তারা৷ মূর্তি বিক্রেতারা জানান এই বছর প্রচুর পরিমাণে লক্ষ্মী প্রতিমা তৈরি হয়েছে৷ তাদের আশা লক্ষ্মী পূজার বাজার ভাল হবে৷ দুই বছর মানুষ করোনার কারনে তেমন ভাবে পুজোর আয়োজন করতে পারে নি৷ এই বছর তাই পুজোর বাজার ভাল যাবে৷ এছাড়া সংসার প্রতিবছর আলাদা আলাদা হয়৷ তাই পুজোর সংখ্যা বাড়ে বলে জানান তিনি৷ রাজধানীর বাজার গুলিতে ইতিমধ্যেই লক্ষ্মী প্রতিমা বিক্রির জন্য পৌঁছে গেছে৷ শুক্রবার বটতলা এলাকায় লক্ষ্মী প্রতিমা নিয়ে আসেন বিক্রেতারা৷ আকার অনুযায়ী দাম নির্ধারণ করেছেন তারা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *