কলকাতা, ৩ অক্টোবর (হি.স.) : সোমবার সন্ধ্যায় তিথি বলছে, ইতিমধ্যেই মহানবমী পড়ে গিয়েছে। কলকাতার রাস্তায় এখনও জনজোয়ার। মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখার ভিড়। বারোয়ারি থেকে সাবেকি, বিভিন্ন পুজোয় তারকা সমাগমও হয়েছে। সবার মধ্যে অবশ্যই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নজরকাড়া।
উৎসব মধ্যগগনে, আলোয় সেজেছে শহর কলকাতা। সাধারণ মানুষ থেকে শুরু করে তারকা, পুজোর আনন্দে মেতেছেন সবাই। আর যখন মা দুর্গার কাছে প্রার্থনায়, পুজোয় ব্যস্ত সবাই, তখন সেই আনন্দে মাতলেন ‘ইন্ডাস্ট্রিও’। ঢাক বাজালেন, হাসিমুখে সবার সঙ্গে মিশে গেলেন তিনি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
সামাজিক মাধ্যমে এই ভিডিও ভাগ করেছেন খোদ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ক্যাপশানে তিনি অনুরাগীদের মহাষ্টমীর শুভেচ্ছা জানিয়েছেন। এরপর সুরুচি সংঘের যান প্রসেনজিৎ। প্রতিমা দর্শন করেন, ঢাক বাজান। সুরুচি সংঘে প্রসেনজিৎ-এর সঙ্গে হাজির ছিলেন রাইমা সেনও। সেখানেই অষ্টমীর ভোগ খান তারকারা।