পাথারকান্দি (অসম), ২ অক্টোবর (হি.স.) : আজ রবিবার অসমের মণ্ডপে মণ্ডপে শক্তিদায়িনী, মাতৃস্বরূপিনী, দুর্গতিনাশিনী মহাগৌরী দেবী দুর্গার মহাসপ্তমী পুজো সম্পন্ন হয়েছে ষোড়শোপচারে পূজার্চনার মাধ্যমে। গত দু-বছরের করোনা সংকট কাটিয়ে এবার ছন্দে ফিরেছে শারদোৎসব।
বড় শহরের মতো বৃহত্তর পাথারকান্দিতে তেমন কোনও বিগবাজেটের পূজা না-থাকলে এখানকার বিভিন্ন চা বাগানগুলিতে প্রায় শতাব্দি-প্রাচীন দুর্গাপূজার আয়োজন হচ্ছে। এবারও বৃহত্তর পাথারকান্দিতে ছোট বড় মিলিয়ে প্রায় দেড় শতাধিক বারোয়ারি মণ্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে বলে জানা গেছে।
প্রতিবারের মতো প্রশাসনও দফায় দফায় পুজো কমিটির কর্মকর্তাদের ডেকে সভার আয়োজন করে পুজোর সরকারি নির্দেশিকা জানিয়ে দিচ্ছে। পুজো আয়োজকদের সরকারি এসওপি মেনে শারদোৎসব উদযাপনের নির্দেশ দিয়েছে সার্কল প্রশাসনও। সব মিলিয়ে পুজোর আনন্দে মাতোয়ারা বৃহত্তর পাথারকান্দিতে।
প্রতিটি মণ্ডপকে যথাসাধ্য্ বাহারি সাজে সাজিয়ে তুলছেন আয়োজকরা। পাথারকান্দি, চাঁদখিরা, সোনাখিরা, দেওলাখাল, বুবরিঘাট, তিলভূম, আদমটিলা, চাম্পাবাড়ি, লালখিরা, তিনখাল, গোকিলা, কাঁঠালতলি, বাঘন, বালুরবন্দ, ত্রিমটি, চুড়াইবাড়ি, মেদলি, পাদথিনি, বৈঠাখাল, হরিবাসর, দোহালিয়া, নারাইনপুর, আসিমগঞ্জ, কানাইবাজার, রাধাপ্যা রি, সলগই, হাতিখিরা, লোয়াইরপোয়া, শিবেরগুল, বাজারিছড়া, ইচাবিল, কটামণি, নাগরা, কন্টেকছড়া, মাগুরা, মানিকবন্দ রাঙ্গামাটি প্রভৃতি স্থানে চলছে দেবী দুর্গার পুজো। এলাকার বেশ কয়েটি মণ্ডপ তৈরি করছেন কলকতার শিল্পীরা। বহিঃরাজ্য থেকে এসেছে ঢাকির দল এসেছে পাথারকান্দিতে।