Predicts Rain :শারদ উত্সবে বৃষ্টিতে ভিজবে ত্রিপুরা, সপ্তমী ও অষ্টমীতে বৃষ্টিপাতের পূর্বাভাস আবহাওয়া দফতরের

আগরতলা, ১ অক্টোবর (হি. স.) : শারদ উত্সবে গা ভাসিয়ে দেওয়ার জন্য প্রস্তুত ত্রিপুরা। পঞ্চমী থেকেই বিভিন্ন প্যান্ডেলে জনঢল লক্ষ্য করা গিয়েছে। কিন্তু, সপ্তমীতে বৃষ্টিতে ভিজবে ত্রিপুরা, এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ত্রিপুরায় ছয়টি জেলায় আগামীকাল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানা গিয়েছে। তাতে, রাজ্যবাসীর মুখ ভার হওয়াই স্বাভাবিক। এদিকে, শারদ উত্সব উপলক্ষ্যে পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে আগরতলা-ধর্মনগর এবং আগরতলা-সাবরুম রুটে স্পেশাল ট্রেন চালাবে বলে জানিয়েছে। সপ্তমী থেকে নবমী পর্যন্ত চলবে ওই স্পেশাল ট্রেন।  

প্রসঙ্গত, ষষ্টির ভোর রাত থেকেই ঝিরঝিরে বৃষ্টি হয়েছে ত্রিপুরায় বিভিন্ন প্রান্তে। আগরতলা শহরেও সকালে বৃষ্টি হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিম ত্রিপুরা, সিপাহিজলা, খোয়াই, ধলাই, গোমতী এবং দক্ষিণ ত্রিপুরায় জেলায় আগামীকাল বজ্রপাতের সাথে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে, অষ্টমীতে পশ্চিম এবং খোয়াই জেলায় বৃষ্টিপাত না হলেও আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং বজ্রপাত হবে। কিন্ত, সিপাহিজলা, ধলাই, গোমতী এবং দক্ষিণ ত্রিপুরা জেলায় অষ্টমীতে বজ্রপাতের সাথে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।তাতে দেখা যাচ্ছে, উত্তর ত্রিপুরা ঊনকোটি জেলার মানুষ শারদ উত্সব প্রাকৃতিক দুর্যোগ মুক্ত থেকে উল্লাসের সাথে অতিবাহিত করতে পারবেন। অবশ্য নবমী এবং দশমীতে আবহাওয়া পরিষ্কার থাকবে। বৃষ্টিপাতের কোন সম্ভাবনা নেই বলে আবহাওয়া দফতর জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *