আহমেদাবাদ, ৩০ সেপ্টেম্বর (হি.স.): উন্নতন পরিকাঠামো মানুষের আকাঙ্ক্ষার অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। গান্ধীনগর-মুম্বই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনা করার পর বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, বর্তমান সরকার যে পরিকাঠামো উন্নয়ন শুরু করেছে তা একটি উন্নত দেশে পরিণত হওয়ার পথে ভারতের যাত্রাকে ত্বরান্বিত করবে।
প্রধানমন্ত্রী বলেছেন, নতুন ভারত গতিতে বিশ্বাস করে, বন্দে ভারত এক্সপ্রেস মাত্র ৫২ সেকেন্ডের সময়ের মধ্যে শূন্য থেকে ১৮০ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে পৌঁছতে সক্ষম। এদিন সকালে গুজরাটের গান্ধীনগর স্টেশন থেকে সবুজ পতাকা নেড়ে উন্নত প্রযুক্তিতে সজ্জিত গান্ধীনগর-মুম্বই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনা করেছেন প্রধানমন্ত্রী। এই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন সম্পর্কে তিনি বলেছেন, “বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের ভিতরে একটি বিমানের তুলনায় ১০০ গুণ কম শব্দ হয়। যারা বিমানে ভ্রমণ করতে অভ্যস্ত, তাঁরা বন্দে ভারত ট্রেনের অভিজ্ঞতা পেলেই তা পছন্দ করবেন।”
মোদী আরও বলেছেন, আহমেদাবাদ এবং মুম্বইয়ের মধ্যে দূরত্ব কমাতে সাধারণ এক্সপ্রেস ট্রেনগুলি সাড়ে আট ঘণ্টা এবং শতাব্দী এক্সপ্রেস সাড়ে সাত ঘণ্টা পর্যন্ত সময় নেয়, বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন সময় নেবে মাত্র সাড়ে পাঁচ ঘণ্টা। মোদী বলেছেন, আগামী বছরের মধ্যে দেশে আরও ৭৫টি বন্দে ভারত ট্রেন তৈরি করা হবে এবং বিভিন্ন রুটে চালু করা হবে।