Training camp:এফআরসিএলই কার্য্যালয়ে প্রশিক্ষণ শিবির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ সেপ্টেম্বর : রেইন ফরেস্ট ইনষ্টিটিউট যোরহাট এর উদ্যোগে গান্ধী গ্রামস্থিত এফআরসিএলই কার্যালয়ে বেম্বু স্যুট প্রসেসিং এন্ড ভেলুয়েডিশান বিষয়ক তিন দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়৷ এ কর্মশালাতে রাজ্যের বিভিন্ন জেলা থেকে ১৯ জন প্রশিক্ষণক্ষীরা অংশ নেয়৷ এই তিন দিন শুধুমাত্র মুখেই প্রশিক্ষণ দেওয়া হয়নি শিক্ষার্থীদের৷ হাতে-কলমে গোটা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে৷ এ কর্মশালার উদ্বোধন করেন নাবার্ডের জেনারেল ম্যানেজার লোকেন দাস৷ এছাড়াও মুখ্য অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন এফআরসিএল ই-র প্রধান আর কে কলিতা ও অন্যান্যরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *