তেজপুর (অসম), ২৬ সেপ্টেম্বর (হি.স.) : শোণিতপুর জেরার অন্তর্গত পাঁচমাইল এলাকায় পুলিশ মাটি খুঁড়ে উদ্ধার করেছে ১৫ লক্ষাধিক টাকা। ঘটনার সঙ্গে কাউকে আটক না করলেও টাকাগুলির উৎস এবং প্রাসঙ্গিক বিষয়ে তদন্ত শুরু করেছে জেলা পুলিশ।
আজ সোমবার তেজপুরে জেলা পুলিশ সদর দফতর সূত্রে প্রাপ্ত খবরে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে আজ ভোর প্রায় তিনটা নাগাদ বড়ঘাট পুলিশ ফাঁড়ির অন্তর্গত পাঁচমাইলের বাসিন্দা স্বয়ম্ভূ কবিরাজ জনৈক আব্দুল করনের বসতবাড়ি চত্বরে মাটি খুঁড়ে বিপুল পরিমাণের টাকাগুলি উদ্ধার করা হয়েছে।
সূত্রটি জানিয়েছে, শোণিতপুরের অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসপি সদর এবং বড়ঘাট ফআঁড়ির ইনচার্জ সীমান্ত পাঠকের নেতৃত্বে অভিযান চালানো হয়েছিল। তবে উদ্ধারকৃত টাকাগুলি আসল না-জাল, তা জানতে বিশেষজ্ঞদের দিয়ে পরীক্ষা করা হচ্ছে। তদন্ত চলছে।