নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (হি.স.): আশঙ্কা সত্যি হয়েছে আগেই, শুক্রবার আরও ধসের মুখে পড়ল টাকা। আমেরিকার কেন্দ্রীয় ব্যাঙ্ক ফেডারাল রিজার্ভ সুদের হার ৭৫ বেসিস পয়েন্ট বাড়ানোয় বৃহস্পতিবার ধসের মুখে পড়েছিল টাকা। বৃহস্পতিবারের পর শুক্রবার ফের ধস নামল টাকায়। এদিন বাজার খোলার সঙ্গে সঙ্গে ২৫ পয়সা কমে এক ডলারের নিরিখে টাকার দাম পৌঁছয় ৮১.০৯।
টাকার দামে যে পরিমাণ ধস নামছে, তা সত্যি অশনি সঙ্কেত বলে মনে করছেন অর্থনীতিবিদরা। এর ফলে ধাক্কা খেয়েছে লগ্নিকারীদের আস্থা। মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে সুদ আরও বাড়তে পারে। ফলে ঝুঁকি না নিয়ে সুরক্ষিত লগ্নির মাধ্যম হিসেবে ডলারকে আঁকড়ে ধরছেন বহু লগ্নিকারী।