নিউইয়র্ক, ২৩ সেপ্টেম্বর (হি.স.): নিউইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সাধারণ অধিবেশনের (ইউএনজিএ) ফাঁকে ব্রিকস বৈঠকে মিলিত হয়েছেন ভারতের বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। ভারতীয় সময় অনুযায়ী, শুক্রবার ভোররাত ১.৫৯ মিনিট নাগাদ টুইট করে এই বৈঠকের বিষয়ে জানিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ব্রিকস মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নেওয়ার জন্য, নিউইয়র্কে দক্ষিণ আফ্রিকা মিশনে পৌঁছলে এস জয়শঙ্করকে স্বাগত জানান দক্ষিণ আফ্রিকার বিদেশমন্ত্রী নালেদি পান্ডোর। জয়শঙ্কর টুইট করে জানিয়েছেন, “চিরাচরিত ব্রিকস সম্মেলন। বৈশ্বিক পরিস্থিতি, আন্তর্জাতিক অর্থনীতি এবং আঞ্চলিক ইস্যুতে দৃষ্টিভঙ্গি বিনিময় করেছি।”
পরে বিদেশমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর দক্ষিণ আফ্রিকার বিদেশমন্ত্রী নালেদি পান্ডোরের পৌরহিত্যে ব্রিকসের বিদেশ ও আন্তর্জাতিক সম্পর্ক মন্ত্রীদের বৈঠকে অংশ নিয়েছিলেন; রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ, চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই এবং ব্রাজিলের বিদেশমন্ত্রী কার্লোস আলবার্তো ফ্রাঙ্কো ফ্রাঙ্কা বৈঠকে অংশ নেন। বৈশ্বিক পরিস্থিতি এবং আঞ্চলিক ইস্যু-সহ নানা বিষয়ে তাঁরা মতবিনিময় করেছেন।