ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ সেপ্টেম্বর।। দুশ্চিন্তায় ত্রিপুরার ফুটবলাররা। দুশ্চিন্তা বিপক্ষ দলকে নিয়ে নয়। দুশ্চিন্তা মুষলধারে বৃষ্টিকে নিয়ে। বৃহস্পতিবার সকালে অনুশীলনের পর থেকে কালো চাদরে ঢেকে নিয়েছিলো আকাশ। সকাল গড়িয়ে দুপুর হতেই শুরু হয় মুষলধারে বৃষ্টি। ফলে মাঠ হয়ে যায় পিচ্ছিল। ওই পিচ্ছিল মাঠে মনিপুরের বিরুদ্ধে কতটা লড়াই ছুড়ে দিতে পারবে মেরিনা জমাতিয়া-রা, তাই এখন দেখার। আজ বিকেল ৩ টায় আসরের কোয়ার্টার ফাইনালে ত্রিপুরা স্পোর্টল ল্কুলের প্রতিপক্ষ মনিপুর। দিল্লিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৭ বালিকাদের সুব্রত মুখার্জি কাপ ফুটবলে। আম্বেদকর স্টেডিয়ামে ওই দিন বিকেল ৩ টায় শুরু হবে ম্যাচটি। বুধবার বিশ্রাম দেওয়া হয়েছিলো ফুটবলারদের। বৃহস্পতিবার দুবেলা অনুশীলন করার কথা ছিলো। সকালে স্থানীয় একটি পার্কে অনুশীলন করলেও বিকেলে বৃষ্টির জন্য অনুশীলন করতে পারেনি ত্রিপুরার মেয়েরা। অনুশীলন করতে না পারলেও বিকেলে ফুটবলারদের নিয়ে মনিপুর ম্যাচের ব্যাপারে দীর্ঘক্ষণ আলোচনা করেন কোচ কল্পনা দেববর্মা এবং ম্যানেজার সুশান্ত দেববর্মা। অনেকটা মনিপুর বধের ছক কষে নেওয়ার চেষ্টা করেছেন কোচ এবং ম্যানেজার। দিল্লি থেকে টেলিফোনে ত্রিপুরা দলের ম্যানেজার সুশান্ত দেববর্মা বলেন,”বিপক্ষ দল নয়, আমাদের দুশ্চিন্তা ভিজা এবং পিচ্ছিল মাঠকে নিয়ে। খেলতে নেমে যদি মেয়েরা নিজেদের মানিয়ে নিতে পারে এবং প্রথম দুই ম্যাচে যা খেলেছে তা যদি বজায় থাকে তাহলে আমরা মনিপুরের বিরুদ্ধে জয় পাবোই। মানসিক ভাবে গোটা দলই এখন চাঙ্গা । মনিপুরের বিরুদ্ধে জয় পাওয়া নিয়ে সকলেই আশাবাদী”।
2022-09-22