নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ সেপ্টেম্বর : খোয়াই জেলার তেলিয়ামুড়া থানার অন্তর্গত মোহরছড়ায় এক ব্যক্তিকে খুন করা হয়েছে বলে অভিযোগ মিলেছে৷ রাস্তার পাশ থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ৷ ঘটনা শনিবার গভীর রাতে তেলিয়ামুড়া থানাধীন মোহরছড়া লালটিলা এলাকায়৷ লাশ উদ্ধারের ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ পরিবারের লোকজনদের অভিযোগ, কে বা কারা খুন করে রাস্তায় ফেলে রেখেছে৷ মৃত ব্যক্তির নাম স্বপন কুমার রায়৷ বাড়ি তেলিয়ামুড়া থানাধীন মোহরছড়া এলাকায়৷ এদিকে, এই ঘটনায় তেলিয়ামুড়া থানার পুলিশ সন্দেহ ভাজন চার জনকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে যায়৷ তাদেরকে জিজ্ঞাসা বাদ অব্যাহত রেখেছে পুলিশ৷ এই হত্যাকাণ্ডের পেছনে কি রহস্য আত্মগোপন করে রয়েছে তা উদ্ধারের জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে৷
2022-09-18