নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৬ সেপ্টেম্বর :
বনদপ্তরের এর কর্মীরা গত বৃহস্পতিবার বিভিন্ন জায়গায়ই অভিযান চালিয়ে প্রচুর অবৈধ কাঠ সহ একটি গাড়ি ও আটক করে৷ মূলত বনকর্মীরা অবৈধ কাঠ পাচারকারীদের বিরুদ্ধে অভিযান তেজী করে তুলল৷ সংবাদে জানা যায়, তেলিয়ামুড়া ডিভিশনাল ফরেস্ট অফিসার এর নেতৃত্বে বন কর্মীরা এই ডিভিশনের অধীনে ৪৫ মাইল এবং দক্ষিণ মহারানী থেকে অভিযান চালিয়ে প্রচুর অবৈধ চেরাই কাঠ সহ একটি গাড়িও আটক করে নিয়ে আসে তেলিয়ামুড়া গামাই বাড়ি স্থিত ফরেস্ট রেঞ্জ অফিসে৷ পরে ডিএফ জানান, বৃহস্পতিবার সকালে ৪৫ মাইল এলাকার জঙ্গল থেকে প্রচুর অবৈধ কাঠ উদ্ধার করে নিয়ে আসে বনকর্মীরা৷ পরবর্তী সময় এদিন রাতেই নেতৃত্বে বন কর্মীরা দক্ষিণ মহারানী এলাকায় যায়৷ অবৈধ কাঠ পাচারকারীরা কর্মীদের লক্ষ্য করে কাঠ বোঝাই গাড়ি ফেলে চলে যায়৷ পরে বনকর্মীরা গাড়িটি বাজেয়াপ্ত করে তেলিয়ামুড়া গামাই বাড়ি স্থিত ফরেস্ট রেঞ্জ অফিসে নিয়ে আসে৷ উদ্ধার করা অবৈধ কাঠ সহ গাড়ির বাজার মূল্য প্রায় আড়াই লক্ষ টাকা হবে৷ তবে তিনি এটাও জানান গাড়ির মালিক কে তদন্ত করে দেখা হচ্ছে৷