Chess:জাতীয় অনূর্ধ্ব-‌১১  দাবা হরিয়ানায়

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর।। এম পি এল ৩৫ তম জাতীয় অনূর্ধ্ব-‌১১ দাবা প্রতিযোগিতা এবছর হবে হরিয়ানার গুরগাঁও এ। ২৯ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত হবে আসর। এবছর আসরের মোট প্রাইজমানি ৮ লাখ টাকা। আসরে বালক এবং বালিকা-‌ উভয় বিভাগের সেরা দাবাড়ু পাবে সুদৃশ্য ট্রফি সহ প্রাইজমানি বাবদ পাবে ৮০ হাজার টাকা। দু বিভাগেই প্রথম ২০ স্থানাধিকারী দাবাড়ুকে প্রাজমানি দেওয়া হবে। এদিকে রাজ্যে শেষ হয়ে গেছে অনূর্ধ্ব-‌১১ দাবা প্রতিযোগিতা। তবে কতজন দাবাড়ু আসরে অংশ নেবে তা এখনও চূড়ান্ত হয়নি বলে রাজ্য সংস্থা সূত্রে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *