ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর।। দুর্দান্ত ম্যাচ। লড়াই হলো হাড্ডাহাড্ডি। তাতে জয় পেলো শান্তিরবাজার। পরাজিত করলো তৈরূপা কামি দলকে। কিল্লায় জয়ৈং কামিতে আয়োজিত প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টে। জয়ৈং কামি মাঠে শুক্রবার শুরু থেকেই দু-দলের ফুটবলাররা আক্রমাত্তক ফুটবল খেলতে থাকেন। বল দখলের লড়াইয়েও একে অপরকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করে শুরু থেকেই। তবে অনেকটা মাথা গরম করে খেলে এদিন হারলো তৈরূপা কামি দল। শান্তিরবাজার দল জয়লাভ করে ৩-২ গোলে। বিজয়ী দলের পক্ষে ইর্গেড আরেং, শিপলিসন আরেং এবং শুভজিৎ মারাক গোল করেন। বিজীত দলের পক্ষে দুটি গোলটি করেন সামোই জমাতিয়া এবং ফিদাই জমাতিয়া। ম্যাচটি পরিচালনায় ছিলেন রেফারি রবি কিশোর জমাতিয়া।
2022-09-16