দুর্ঘটনার কবলে বেচারাম মান্নার গাড়ি, অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন মন্ত্রী

আসানসোল, ১৩ সেপ্টেম্বর (হি. স.) : দুর্ঘটনার কবলে সিঙ্গুরের বিধায়ক তথা রাজ্যের কৃষিজ বিপণন রাষ্ট্রমন্ত্রী বেচারাম মান্নার গাড়ি। যদিও অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন মন্ত্রী। মঙ্গবার বিকালে আসানসোলের সুফল বাংলা উদ্বোধন করে ফেরার পথে পূর্ব বর্ধমানের জামালপুর থানার জৌগ্রামে দুর্ঘটনার কবলে পড়ে তাঁর গাড়ি। ঘটনায় আহত হয়েছে মন্ত্রী ও তাঁর সঙ্গে থাকা কয়েকজন।

সূত্রের খবর, মঙ্গলবার আসানসোল থেকে কলকাতা যাওয়ার পথে দুর্ঘটনার মুখে পড়ে মন্ত্রী বেচারা মান্নার গাড়ি। কৃষি মন্ত্রী বেচারাম মান্নার গাড়ি তারই কনভয়ের পাইলট গাড়িকে পিছন থেকে ধাক্কা মারে। ঘটনায় আহত হন মন্ত্রী। বর্ধমানের কাছে জৌগ্রাম এলাকায় এই ঘটনা ঘটে। জানা গিয়েছে, পাইলট গাড়ির আগে অন্য একটি গাড়ি চলে আসায় হঠাৎ করে ব্রেক কষতে হয় পাইলট গাড়িটিকে। আর পাইলট গাড়ি হঠাৎ করে থেমে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে মন্ত্রীর গাড়ি ধাক্কা মারে পাইলট গাড়ির পিছনে।দুর্ঘটনায়গাড়িটিও যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়। সামনের ব্রনেট একেবারে দুমড়ে গিয়েছে। দুর্ঘটনার পর অন্য গাড়িতে চড়ে জৌগ্রাম থেকে সোজা হুগলির সিঙ্গুর হাসপাতালে চিকিৎসার জন্য যান মন্ত্রী সহ অন্যান্যরা। তবে মন্ত্রীর আঘাত গুরুতর নয়, আপাতত তিনি সুস্থ আছেন বলে নিজে সাংবাদিকদের জানিয়েছেন । তবে এদিন বড় দুর্ঘটনা ঘটতে পারত।

প্রসঙ্গত, এদিন আসানসোলে এসেছিলে মন্ত্রী বেচারাম মান্না। তিনি সাত সকালে কল্যাণেশ্বরী মন্দিরে পুজোও দিয়েছিলেন। তারপর সুফল বাংলার দু’টি বিপণন কেন্দ্রের উদ্বোধন করেছিলেন তিনি । এই কর্মসূচি শেষ করেই আসানসোল থেকে তিনি ফিরছিলেন কলকাতায়। আর পথেই এই দুর্ঘটনা ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *