ধুবড়ি (অসম), ১১ সেপ্টেম্বর (হি.স.) : নিম্ন অসমের ধুবড়িতে নম্বর বিহীন মোটর বাইক সহ ভুয়ো এক বন আধিকারিককে আটক করেছে পুলিশ। তার সঙ্গে আরও দুজনকে আটক করা হয়েছে। আটক ভুয়ো বন আধিকারিক আজব সিঙের বাড়ি উত্তরপ্ৰদেশের বদুয়ায়। বিভিন্ন অসমাজিক কাজ সহ লুটপাট-ছিনতাইর মতো ঘটনার সঙ্গে এই তিনজন জড়িত বলে জানিয়েছে পুলিশ। ধৃত অন্য দুজন তার স্থানীয় সাঁকরেদ।
পুলিশ জানিয়েছে, ধুবড়ি বন আধিকারিকের সরকারি আবাসের সামনে সন্দেহজনক অবস্থায় তারা ঘোরাঘুরি করছিল। তখন বিভাগীয় অভিযোগের ভিত্তিতে পুলিশ এসে আটক করে তাদের। আটকদের যথাক্রমে উত্তরপ্রদেশের আজব সিং, দক্ষিণ শালমারার (অসম) আখির হুসেন হানিফ মিয়াঁ। তাদের হেফাজত থেকে ভুয়ো বন আধিকারিকের পরিচয় পত্ৰ এবং নেপালের টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ।