শ্রীনগর, ১১ সেপ্টেম্বর (হি.স.): বিজেপিতে আমরা পদের জন্য কাজ করি না। দলের জন্য নিঃস্বার্থভাবে কাজ করেছি এবং দল আমার আনুগত্য ও কাজ দেখেছে। রাজ্যসভার সদস্য হিসেবে মনোনীত হয়ে বললেন জম্মু-কাশ্মীরের নেতা গুলাম আলি। রাজ্যসভায় মনোনীত হওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। বলেছেন, “আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাতে চাই। এটা আমার জয় নয়, গোটা জম্মু ও কাশ্মীরের জয়।”
উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের সুপারিশে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জম্মু ও কাশ্মীরের নেতা গুলাম আলিকে রাজ্যসভার সদস্য হিসেবে মনোনীত করেছেন। এই প্রথম গুজ্জর মুসলিম সম্প্রদায়ের কোনও সদস্য রাজ্যসভায় মনোনীত হলেন। রবিবার সকালে বিজেপি নেতা-কর্মীরা গুলাম আলিকে অভিনন্দন জানান। তিনি আরও বলেছেন, “প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন, আমরা যখন ক্ষমতায় আসব, তখন যাদের রাজনৈতিক ক্ষমতা নেই তাদের ক্ষমতায়ন করব। প্রধানমন্ত্রী মোদী যা বলেছেন তাই করেছেন। এটা শুধু গুজ্জর সম্প্রদায়ের নয়, সব সম্প্রদায়ের জন্যই বিজয়।”