দুবাই, ৯ সেপ্টেম্বর (হি. স.): এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে আজ দুবাইতে মুখোমুখি বাবর আজমের পাকিস্তান ও দাসুন শানাকার শ্রীলঙ্কা । দুবাইতে টসে জিতে শুরুতে বাবর আজমদের ব্যাট করতে পাঠালেন লঙ্কান অধিনায়ক শানাকা। আজকের ম্যাচে দুই দলেরই দুটি পরিবর্তন করা হয়েছে। ফাইনালের আগে আজ বাবরের সামনে রানে ফেরার পরীক্ষা। এ বারের এশিয়া কাপে তাঁর পারফরম্যান্স খুব একটা আহামরি নয়। এশিয়া কাপ-২০২২ এর চারটি ম্যাচে খেলে বাবরের ব্যাটে এসেছে মোট ৩৩ রান। গত ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে শূন্যে ফেরেন তিনি। ফলে বাবরের সামনে বড় চ্যালেঞ্জ আজ রানে ফেরা।
টস জিতে দাসুন শানাকা জানান, আজ, চরিথ আসালঙ্কার বদলে আজ একাদশে এসেছেন ধনঞ্জয় ডি সিলভা। আসিথা ফের্নান্ডোর জায়গা নিয়েছেন প্রমোদ মধুসান। পাকিস্তানের বিরুদ্ধে আজ প্রমোদ ডেবিউ ম্যাচে নামছেন। টসে হেরে ব্যাটিং করতে হচ্ছে বাবরদের। তিনি জানান, টসে জিতলে তাঁরাও শুরুতে বোলিং বাছতেন। পাক দলেও আজ হয়েছে দুটি পরিবর্তন। শাদাব খান ও নাসিম শাহর জায়গায় আজ পাকিস্তানের একাদশে এসেছেন ওসমান কাদির ও হাসান আলি। নাসিম ও শাদাবকে বিশ্রাম দেওয়া হয়েছে। অবশেষে
টসের পর প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর জানান, পিচ প্রায় ভারত-আফগানিস্তান ম্যাচের মতো। ব্যাটিং সহায়ক। রিস্ট স্পিনাররা আজ গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন। পাক দলের অন্যতম বড় ভরসা মহম্মদ রিজওয়ান। অন্য দিকে, শ্রীলঙ্কার কুশল মেন্ডিস, দাসুন শানাকা এবং ভানুকা রাজাপক্ষরাও বিধ্বংসী ফর্মে রয়েছেন। রান তাড়া করে সকলকে চমকে দিয়ে একের পর এক ম্যাচে জিতে ফাইনালের টিকিট পেয়েছে লঙ্কানরা। বলা চলে, আজকের ম্যাচে কার্যত ড্রেস রিহার্সাল করে নেবে দুই দল। ফাইনালের আগে আজকের ম্যাচে যে দল জিতবে, তারা বাড়তি আত্মবিশ্বাস নিয়ে ফাইনালে নামবে।
শ্রীলঙ্কার একাদশ : পাথুম নিশাঙ্কা (উইকেটকিপার), কুশল মেন্ডিস, ধনঞ্জয় ডি সিলভা, দানুস্কা গুনতিলক, দাসুন শানাকা (অধিনায়ক), ভানুকা রাজাপক্ষ, ভানিন্দু হাসারঙ্গা, চামিকা করুণারত্নে, মহেশ থিকশানা, প্রমোদ মধুসান, দিলশান মধুশঙ্কা।
পাকিস্তানের একাদশ : মহম্মদ রিজওয়ান (উইকেটকিপার), বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, ইফতিকার আহমেদ, খুশদিল শাহ, আসিফ আলি, উসমান কাদির, মহম্মদ নওয়াজ, হাসান আলি, হ্যারিস রউফ, মহম্মদ হাসনেইন।
2022-09-09