বাঁকুড়া, ৮ সেপ্টেম্বর (হি. স.) : ভেজাল বিড়ি প্রস্তুত ও বিক্রয় বন্ধে কড়া পদক্ষেপ গ্রহণ, শ্রমকোড বাতিল, বিড়ি শ্রমিকদের নূন্যতম মজুরী হাজার প্রতি ১৮০টাকা প্রদান এছাড়াও টেট, গরুপাচার, কয়লা পাচার কান্ডে যুক্ত নেতা মন্ত্রীদের উপযুক্ত শাস্তির দাবীতে বৃহস্পতিবার কয়েক হাজার বিড়ি শ্রমিক জেলা শাসকের দফতরের সামনে হাজির হয়।এক প্রতিনিধি দল দাবী সম্বলিত স্মারকলিপি জেলা শাসকের হাতে তুলে দেন।
স্মারকলিপি প্রদানের পূর্বে এক সমাবেশে বামপন্থী শ্রমিক সংগঠনের নেতা কিংকর পোষাক, প্রতীপ মুখার্জি, ভৃগুরাম কর্মকার ,উজ্বল সরকার, অনাথ মল্ল প্রমুখ বক্তব্য রাখতে গিয়ে বর্তমানে বিড়ি শ্রমিক ও বিড়ি শিল্পের সংকট তুলে ধরে বলেন বাঁকুড়া জেলাতেই কয়েক লক্ষ পরিবার বিড়ি শিল্পের উপর নির্ভরশীল।বেশ কিছু অসাধু ব্যবসায়ী নামী বিড়ি নকল করে ব্যবসা করছে, এর ফলে আসল বিড়ি মার খাচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছেন বিড়ি শ্রমিকরা, অপরদিকে জিএসটি সহ সরকারি কর ফাকি দিয়ে সরকারকে প্রতারিত করছে।অবিলম্বে এই সব অসাধু ব্যবসায়ী দের বিরুদ্ধে কড়া ব্যবস্হা গ্ৰহনের দাবী জানান তারা।এছাড়াও লাগামছাড়া দ্রব্য মূল্য, রাজ্য জুড়ে গরুপাচার, কয়লা পাচার, চাকরির প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎ ও শিক্ষক নিয়োগ নিয়ে দূর্নীতিতে অভিযুক্ত নেতা মন্ত্রী ও তাদের সাকরেদদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান তারা।

