কলকাতা, ৭ সেপ্টেম্বর (হি. স.) : বাগুইআটির ঘটনা নিয়ে ব্যাপক প্রতিক্রিয়ার জেরে বুধবার বাগুইআটি থানার ওসি কল্লোল ঘোষকে ‘ক্লোজ’ করা অর্থাৎ বসিয়ে দেওয়া হয়। নবান্নের প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উষ্মা প্রকাশ করেন। আর এরপরই তড়িঘড়ি সাসপেন্ড করা হল তাঁকে।
মুখ্যমন্ত্রীর ক্ষোভ প্রকাশের পর ওসিকে সাসপেন্ড করতে আর দেরি করেননি রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য। মুখ্যমন্ত্রীর বৈঠক শেষ হতে না হতেই বাগুইআটি থানার ওসিকে সাসপেন্ড করা হল। এর আগেই বাগুইআটি থানার ওসিকে ক্লোজ করা হয়েছিল। কিন্তু, কেন তাঁকে সাসপেন্ড করা হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তুলছিল বিরোধীরা। এমনকী মুখ্যমন্ত্রী নিজেও পুলিশের ভূমিকা নিয়ে বেশ অসন্তুষ্ট। এমন পরিস্থিতিতে বাগুইআটি থানার ওসিকে দ্রুত সাসপেন্ড করা হল।