কলকাতা, ৭ সেপ্টেম্বর (হি. স.) : শিক্ষা দফতরে নিয়োগ বিতর্কে তোলপাড় গোটা রাজ্য। গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রীও। তাই দফতরে নিয়োগ নিয়ে বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু-সহ মন্ত্রীদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাফ জানিয়ে দিলেন, নিয়োগ কমিটির অনুমতি ছাড়া স্থায়ী বা অস্থায়ী কোনও ধরনের নিয়োগই নয়।
পঞ্চায়েত নির্বাচনের আগে বুধবার নবান্নে প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে বিভিন্ন দফতরের মন্ত্রী-সহ উপস্থিত ছিলেন পদস্থ আধিকারিকরা। সেই বৈঠকেই মন্ত্রীদের সতর্ক করেন মমতা।
ইতিপূর্বে নিয়োগ কমিটির সুপারিশ ছাড়াই বহু পদে নিয়োগের অভিযোগ উঠেছে। এমনকী, সুপারিশ কমিটির সদস্যরাও গ্রেফতার হয়েছেন। তাই এবার স্থায়ী বা অস্থায়ী যে কোনও নিয়োগে কোনও ফাঁক রাখতে রাজি নন মুখ্যমন্ত্রী। এদিনের বৈঠকে বিভিন্ন দফতরের মন্ত্রী উপস্থিত ছিলেন। সূত্রের খবর, সেখানেই নিয়োগ নিয়ে রাজ্যের মন্ত্রীদের সতর্ক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
জানা গিয়েছে, এদিন নিয়োগ প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত দফতরের মন্ত্রীদের উদ্দেশ্য করে বলেন অনুমতি ছাড়া কোনও স্থায়ী বা অস্থায়ী নিয়োগ পত্র দেওয়া যাবে না। নিয়ম মেনে করতে হবে নিয়োগ। স্থায়ী এবং অস্থায়ী সবক্ষেত্রেই একই নিয়ম প্রযোজ্য। যে কোনও নিয়োগ করতে হলেই প্রথমে নির্দিষ্ট কমিটির অনুমতি নিতে হবে। পাশাপাশি, ভূমি থেকে রাজস্ব বৃদ্ধিরও নির্দেশ দিয়েছেন তিনি।