Yogendra Yadav:জয় কিষান’ পোর্টাল উদ্বোধন করলেন যোগেন্দ্র যাদব

কলকাতা, ৫ সেপ্টেম্বর (হি. স.) : সর্বভারতীয় কৃষক সংগঠন জয় কিষান আন্দোলন সোমবার ‘জয় কিষান’ নামে একটি নিউজ পোর্টাল চালু করল। কৃষক নেতা এবং জয় কিষান আন্দোলনের প্রতিষ্ঠাতা, যোগেন্দ্র যাদব, এক অনলাইন অনুষ্ঠানের মাধ্যমে পোর্টালটির উদ্বোধন করেন।

যোগেন্দ্র যাদব বলেন: “আমি গর্বিত এবং আনন্দিত যে জয় কিষান আন্দোলন সারা ভারত থেকে কৃষক আন্দোলনের খবর একটা ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসছে। এতে কৃষক এবং কৃষি কর্মীদের একাধিক সমস্যা সম্পর্কে সংশ্লিষ্ট কর্মীরা সচেতন হতে পারেন। জয় কিষানের আন্দোলনের পশ্চিমবঙ্গ ইউনিট পোর্টালটি বাংলায় শুরু করছে। আমরা আশা করি যে ৩ মাসের মধ্যে, ‘জয় কিষান’ একাধিক ভারতীয় ভাষায় প্রকাশিত হবে।”

সংগঠনের সর্বভারতীয় সভাপতি অভীক সাহা বলেন: “ভারতের কৃষকরা সবসময় তাদের সমস্যায় একা পড়ে যায়। তাঁরা বিশ্বাস করেন যে তাদের দৈনন্দিন সংগ্রামে তাঁদের পাশে কেউ নেই। অন্য রাজ্যের কৃষকরাও যে একই ধরনের অসুবিধার সম্মুখীন হচ্ছেন, সে বিষয়ে তাঁদের কাছে কোনও তথ্য থাকে না। ‘জয় কিষান’ অনলাইনে একাধিক ভাষায় সংবাদ এবং তথ্য সংগ্রহ করে, স্থানীয় ভাষায় রূপান্তর করে রাজ্যের পাঠকদের কাছে পৌঁছে দেবে৷ একবার কৃষকরা তাদের সমস্যাগুলো নিয়ে এক হতে পারলে, আমরা আশা করি একটা ঐক্যবদ্ধ সর্বভারতীয় কৃষক আন্দোলনের ক্ষেত্র তৈরি হবে। যেমন আন্দোলন ৩ টি কালা কৃষি আইনের বিরুদ্ধে আমরা দিল্লিতে দেখেছি।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয় কিষান আন্দোলনের পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি প্রবীর মিশ্র, সহ-সভাপতি কল্যাণ সেনগুপ্ত প্রমুখ। ’জয় কিষাণ’ প্রতিদিন প্রকাশিত হবে এবং ওয়েবসাইটে অনলাইনে পাওয়া যাবে। এটি সামাজিক মাধ্যম এবং অন্যান্য মাধ্যমগুলোতে প্রচার করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *