ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ সেপ্টেম্বর।। পঞ্চম দল হিসাবে কোয়ার্টার ফাইনালে উঠলো জেকুবিন ক্লাব। নূণ্যতম গোলে পরাজিত করল ইয়ুথ ক্লাবকে। বিলোনিয়ার বড়পাথারিতে আয়োজিত নক আউট ফুটবল টুর্নামেন্টে। প্রি-কোয়ার্টার ফাইনাল পঞ্চম ম্যাচে শুক্রবার ম্যাচের শুরু থেকেই দুদলের ফুটবলাররা আক্রমাত্তক ফুটবল খেলতে থাকে। বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিলো জেকুবিনের ফুটবলাররা। প্রথমার্ধের ২৬ মিনিটে জেকুবিন দলের পক্ষে জয় সূচক গোলটি কেরন চন্দ্র জমাতিয়া। দ্বিতীয়ার্ধে ম্যাচের ফেরার মতো বেশ কয়েকটি সুযোগ পেয়েছিলো ইয়ুথ ক্লাবের ফুটবলাররা। কিন্তু আক্রমণভাগের ফুটবলারদের ব্যর্থতায় জাল নাড়াতে পারেনি। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি অভিজিৎ দাস।
2022-09-02

