Commercial Cylinder: বাণিজ্যিক সিলিন্ডারের দাম ফের অনেকটাই কমল, স্বস্তিতে হোটেল-রেস্তোরাঁর ব্যবসায়ীরা

নয়াদিল্লি, ১ সেপ্টেম্বর (হি.স.): বিগত কয়েকমাস ধরে লাগাতার কমছে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম, সেপ্টেম্বর মাসের শুরুতে ফের অনেকটাই কমল বাণিজ্যিক সিলিন্ডারের দাম। বৃহস্পতিবার থেকে ৯১.৫০ টাকা কমিয়ে দেওয়া হয়েছে বাণিজ্যিক সিলিন্ডারের দাম। ফলে স্বস্তি পেলেন হোটেল ও রেস্তোরাঁর ব্যবসায়ীরা। তবে, গৃহস্থের হেঁশেলে ব্যবহারের রান্নার গ্যাসের দাম অবশ্য এই দফায় কমেনি। এর আগে জুন, জুলাই ও আগস্ট মাসের শুরুতেও অনেকটাই কমেছিল বাণিজ্যিক সিলিন্ডারের দাম।

দিল্লিতে ৯১.৫০ টাকা কমে বাণিজ্যিক সিলিন্ডারের দাম হয়েছে ১,৮৮৫ টাকা (আগে এই দাম ছিল ১,৯৭৬ টাকা)। কলকাতায় বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমে হয়েছে ১,৯৯৫.৫০ টাকা, মুম্বইয়ে সিলিন্ডারপ্রতি বাণিজ্যিক গ্যাসের দাম কমে হয়েছে ১,৮৪৪ টাকা, চেন্নাইয়ে বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমে দাঁড়াল ২,০৪৫ টাকা। প্রসঙ্গত, বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমলেও, এই দফায় গৃহস্থের ব্যবহারের ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম অবশ্য একই থাকছে।