বরপাথাড়িতে ফুটবল, বুখারী বাদলকে হারিয়ে কো: ফাইনালে সান ফ্লাওয়ার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ আগস্ট।। বিলোনিয়ার বরপাথারিতে আয়োজিত নক আউট ফুটবল টুর্নামেন্ট এখন মূল পর্বে পৌঁছেছে। প্রি-কোয়ার্টার ফাইনাল দ্বিতীয় ম্যাচে আজ মঙ্গলবার সানফ্লাওয়ার ক্লাব ৩-০ গোলের ব্যবধানে বুখারী বাদল স্টার ক্লাবকে পরাজিত করেছে। প্রথমার্ধে বিজয়ী দল এক-শূন্য গোলে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধের ২৪ ও ২৯ মিনিটের মাথায় পর পর আরও দুটি গোল হয়। বিজয়ী দলের পক্ষে কান্তা দেববর্মা দুটি এবং বেঞ্জামিন জমাতিয়া একটি গোলল করেন। উল্লেখ্য, আজকের ম্যাচের বিজিত বুখারী বাদল স্টার ক্লাব গত বছরের চ্যাম্পিয়ন দল ছিল। এবার তাদের প্রি কোয়াটার ফাইনালে হেরে বিদায় নিতে হয়েছে। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি অসীম দাস।