নয়াদিল্লি, ২৭ আগস্ট ( হি.স.) : কংগ্রেস থেকে ইস্তফা দিলেও অন্য দলে যাবেন না বলে স্পষ্ট করলেন গুলাব নবি আজাদ। ইস্তফার পর নিজের রাজনৈতিক দল গঠনের ইঙ্গিত দিয়েছেন তিনি। জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী গুলাম আগামী কয়েকদিনের মধ্যে নতুন রাজনৈতিক দলের কথা ঘোষণা করবেন বলে জানিয়েছেন তাঁর ঘনিষ্ঠ অনুগামী জি এম সারুরি।
শুক্রবার গুলাম নবির ইস্তফার পরই কাশ্মীর কংগ্রেসে ভাঙন ধরে। তাঁর অনুগামী কয়েকজন প্রাক্তন কংগ্রেস বিধায়ক দলত্যাগ করেন। তাঁদেরই একজন সারুরি। গুলাম ঘনিষ্ঠ ওই নেতা শনিবার জানান, ১৪ দিনের মধ্যে কাশ্মীরে আত্মপ্রকাশ করতে চলেছে এক নতুন রাজনৈতিক দল। গুলাম নবি আজাদ হবেন সেই দলের প্রতিষ্ঠাতা। আগামী ৪ সেপ্টেম্বর জম্মুতে আসবেন প্রবীণ নেতা। নতুন দলের ব্যাপারে কাছের মানুষ কয়েকজনের সঙ্গে তিনি আলোচনা করবেন বলে জানা গিয়েছে। সারুরির দাবি, অনেক প্রবীণ কংগ্রেস নেতা, পঞ্চায়েত সদস্য গুলামের দলে যোগ দিতে তৈরি। ইতিমধ্যে তাঁরা কংগ্রেস থেকে ইস্তফা দিয়েছেন। গুলামের ইস্তফার পর জম্মু ও কাশ্মীরে কংগ্রেসের আর কোনও অস্তিত্ব বাকি থাকল না।

