নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ২৬ আগস্ট৷৷ শান্তির বাজার মহকুমার বিভিন্ন প্রান্তে বনদস্যুরা প্রতিনিয়ত বনের মূল্যবান গাছগুলি কেটে বাকা পথে বিক্রি করছে৷ বনদস্যুদের এই প্রচেষ্টাকে নষ্টকরতে মাঠে নামলো বগাফা ফরেষ্ট রেঞ্জ৷
গত দুইদিন যাবৎ বগাফা ফরেষ্ট রেঞ্জার সঞ্জীব সরকার ও প্রোটেকশান ইনচার্জ সুজিত দাসের অভিযানে শান্তির বাজার মহকুমার বিভিন্ন প্রান্তথেকে প্রায় ১৮০ ফুট কাঠ বাজেয়াপ্ত করা হয়৷ তাব পাশাপাশি টি আর ০১ ডি ০৬০৪ নাম্বারের একটি মারুতি ভেন ও টি আর ০৭ ১৬৫৮ নাম্বারের একটি মালবাহী ট্রাক আটক করলো বগাফা ফরেষ্ট রেঞ্জ৷ বৃহস্পতিবার রাত্রিবেলা ও শুক্রবার ভোরবেলা পর্যন্ত অভিযান চালিয়ে দফায় দফায় সাফল্য অর্জন করলো বগাফা ফরেষ্ট রেঞ্জ৷
বাজেয়াপ্ত কাঠের বাজার মূল্য আনুমানিক ২ লক্ষ টাকার অধিক হবে বলে জানাযায়৷ বনদপ্তরের এই অভিযান সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে জানান বগাফা ফরেষ্ট রেঞ্জের প্রোটেকশান ইনচার্য সুজীত দাস৷ তিনি জানান বনদপ্তরের এইধরনের অভিযান আগামীদিনেও জারী থাকবে৷