আগরতলা, ২৬ আগস্ট৷৷ উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর মহকুমায় রিয়াং শরণার্থী পুনর্বাসন সংক্রান্ত বিষয় নিয়ে ফের আন্দোলনের নামার উদ্যোগ নিয়েছে কাঞ্চনপুর মুভমেন্ট কমিটি৷ শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে জয়েন্ট মুভমেন্ট কমিটির কর্মকর্তারা এ বিষয়ে বিস্তারিত তথ্য জানান৷
নেতৃবৃন্দ অভিযোগ করেছেন, কাঞ্চনপুর মহকুমা রিয়াং শরণার্থীদের পুনর্বাসন সংক্রান্ত বিষয় নিয়ে তারা দীর্ঘদিন ধরেই আন্দোলন করে আসছেন৷ তাদের অভিযোগ, কাঞ্চনপুর মহকুমার রিয়াং শরণার্থীদের আশ্রয়দান এবং পরবর্তী সময়ে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের মধ্যে চুক্তি অনুসারে পুনর্বাসন দেওয়ার সিদ্ধান্তে কাঞ্চনপুর মহকুমাবাসি নিজেদের সত্তা হারানোর মুখে পড়েছে৷ সে কারণেই তারা আন্দোলনে সামিল হয়েছেন৷
তাদের অভিযোগ, রিয়াং শরণার্থীরা স্থানীয় বাসিন্দাদের অধিকার হরণ করার চেষ্টা দীর্ঘদিন ধরেই চালিয়ে যাচ্ছে৷ এমনকি স্বস্তি সমবায় সমিতির দুই শত কানি জমি তারা জবরদখল করে রেখেছে বলেও অভিযোগ করা হয়৷ জবরদখলকৃত জমি দখলমুক্ত করার জন্য প্রশাসনের কাছে দীর্ঘদিন ধরেই তারা দাবি জানিয়ে আসেন৷ কিন্তু এখনো পর্যন্ত বিষয়টির কোন সুরাহা হয়নি৷ কাঞ্চনপুর জয়েন্ট মুভমেন্ট কমিটি আন্দোলনের শামিল হওয়ায় মহাকরণে তাদেরকে নিয়ে প্রশাসনের তরফ থেকে বৈঠক করা হয়েছিল৷ বৈঠকে জয়েন্ট মুভমেন্ট কমিটির প্রস্তাব অনুসারে সরকার ও প্রশাসন কাঞ্চনপুর মহকুমায় পাঁচশত পরিবারের অধিক রিয়াং শরণার্থীকে পুনর্বাসন দেওয়া হবে না বলে সিদ্ধান্ত গ্রহণ করেছিল৷ এছাড়া বাঙালি এবং লুসাই অধ্যুষিত গ্রাম গুলিতে যাতে পুনর্বাসন দেওয়া না হয় সে বিষয়েও সিদ্ধান্ত হয়েছিল৷ কিন্তু ইদানিং তারা লক্ষ্য করছেন সরকার সেই প্রতিশ্রুতি অমান্য করে শরণার্থীদের পুনর্বাসন দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে৷
জেলাশাসকের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা৷ জেলাশাসকের নিজেই কাঞ্চনপুর মহকুমাকে উত্তপ্ত করতে চাইছেন বলে তারা অভিযোগ এনেছেন৷ উদ্ভূত পরিস্থিতিতে নিজেদের অধিকার সুরক্ষার তাগিদে কাঞ্চনপুর জয়েন্ট মুভমেন্ট কমিটি আন্দোলনের শামিল হতে বাধ্য হবে বলে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে হুঁশিয়ারি দেওয়া হয়েছে৷

