আগরতলা, ২৬ আগস্ট : আগামী ৪ ও ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা বাঙালি দলের রাজ্য সম্মেলন। সেই সম্মেলনেই সেই সম্মেলনেই অনুষ্ঠিত হবে রাজ্য কমিটির নির্বাচন। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই কথা জানিয়েছেন আমরা বাঙালি দলের সচিব গৌরাঙ্গ রুদ্র পাল।
তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, আমরা বাঙালি দল বাঙালি সহ মানুষের মৌলিক অধিকার রক্ষার জন্য বরাবরই লড়াই করে চলেছে। সেই কারনেই দলীয় কনভেনশন মেনে নির্দিষ্ট সময় পর রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়। এবারের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবএ ৪ ও ৫ সেপ্টেম্বর। তিনি আর বলেন, ৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে রাজ্য কমিটির নির্বাচন দলীয় অফিসে। আগামী ৩১ আগস্টের মধ্যে ভোটার তালিকা ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তিনি।