BRAKING NEWS

পানীয় জলের দাবীতে কৈলাসহর পথ অবরোধ এলাকাবাসীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ আগস্ট৷৷  পানীয় এবং রাস্তাঘাট সংস্কারের দাবিতে প্রতিদিনই রাজ্যের কোন না কোন স্থানে পথ অবরোধ আন্দোলন অব্যাহত রয়েছে৷ রাজ্য সরকার প্রতিটি বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও প্রতিশ্রুতি অনুযায়ী কোন কাজ হচ্ছে না বলে অনেকেই অভিযোগ করেছেন৷ ফলে বহু জনবসতি এলাকায় পানীয় জল পৌছছে না৷ শুধু তাই নয় বিগত সরকারের আমলে যেসব বাড়ি ঘরে পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছিল কিংবা যেসব এলাকার মানুষজন পাইপ লাইনে পানীয় জল সংগ্রহ করার সুযোগ পেতেন ওইসব এলাকাতেও পানীয় জল সরবরাহ ব্যবস্থা সংস্কারের অভাবে স্তব্ধ হয়ে পড়তে শুরু করেছে৷ আবার অনেক জায়গায় রাস্তাঘাট সংস্কারের অজুহাতে লাইন কেটে ফেলায় জলসংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে৷ সরকার এবং দায়িত্বপ্রাপ্ত দপ্তর এসব ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে না বলে অভিযোগ৷ এর ফলেই স্থানীয় মানুষজন ক্ষুব্ধ হয়ে রাস্তা অবরোধ সংঘটিত করে চলেছেন৷ মঙ্গলবার সকাল থেকে ঊনকোটি জেলার কৈলাশহরে পানীয় জলের জন্য   কৈলাশহর- কুমারঘাট ও কৈলাশহর – ধর্মনগর যাওয়ার মূল সড়ক অবরোধ করে কৈলাশহর পুর পরিষদের ১৭ নম্বর ওয়ার্ডের নাগরিকরা৷ জল, বিদ্যুৎ ও রাস্তা সংস্কারের দাবিতে অবরোধ সংগঠিত৷ আচমকা অবরোধের ফলে জনদুর্ভোগ আরও চরমে উঠেছে৷ শেষ পর্যন্ত প্রশাসনের কর্মকর্তারা অবরোধস্থলে ছুটে এসে অবরোধকারীদের সঙ্গে আলোচনা করেন এবং দ্রুত পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি এবং রাস্তাঘাট সংস্কারের কাজ দ্রুত হাতে নেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পর অবরোধ প্রত্যাহার করে নেন অবরোধকারীরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *