হাজো (অসম), ২৩ আগস্ট (হি.স.) : কামরূপ (গ্রামীণ) জেলার অন্তর্গত হাজোর রামদিয়া মিলপাড়ায় আজ মঙ্গলবার সকলে একটি বিরল প্ৰজাতির কচ্ছপ উদ্ধার করা হয়েছে।
মিলপাড়ার গেন্ধেলিটারি কলাজল নদীতে জনাকয়েক যুবক কচ্ছপটি ধরেছিলেন। ইত্যবসরে খবর যায় রামদিয়া পুলিশ ফাঁড়িতে। পুলিশ ফাঁড়ির ইনচার্জ যাদব শৰ্মার এসে কচ্ছপটি নিয়ে যান ফাঁড়িতে। এরই মধ্যে পুলিশ ফাঁড়িতে আসেন হাজোর বন দফতরের বিশেষজ্ঞ প্ৰণব মালাকার। তিনি আইনি প্রক্রিয়া শেষে কচ্ছপটি সমঝে নিয়ে যান।
কচ্ছপ বিশেষজ্ঞ প্ৰণব মালাকার বিরল প্ৰজাতির এই কচ্ছপটি ‘চিত্ৰ ইন্ডিকা’ প্ৰজাতির বলে শনাক্ত করেছেন। তিনি জানান, কচ্ছপটি সামান্য আঘাতপ্ৰাপ্ত। হয়গ্ৰিব মাধব মন্দিরের বিষ্ণুপুষ্করে পৃথকভাবে উদ্ধারকৃত কচ্ছপটিকে রাখা হবে। উল্লেখ্য, রামদিয়া পুলিশের তৎপরতায় দুষ্ট চক্ৰের কবল থকে রক্ষা পেয়েছে বিরল প্ৰজাতির কচ্ছপটি।