রাজগঞ্জ, ২১ আগস্ট ( হি.স.) : শনিবার গভীর রাতে আগুনের কবলে পড়ল জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ বাজার । গতকাল রাত ১১টা নাগাদ ঘটনাটি ঘটেছে। স্থানীয়রা জানিয়েছেন, আগুনে বেশ কয়েকটি দোকান পুড়ে গিয়েছে।
প্রাথমিকভাবে মনে হচ্ছে, প্রথমে একটি মুদিখানার গোডাউনে আগুন লেগেছিল। রাজগঞ্জ বাজারটি ঘিঞ্জি। ফলে সেখান থেকে দ্রুত পাশের কয়েকটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে রাজগঞ্জ থানার পুলিশ। স্থানীয়রাই প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান। ১২টা নাগাদ দমকলের ইঞ্জিন সেখানে পৌঁছে আগুন নিযন্ত্রণে আনার চেষ্টা শুরু করে।থাকে।
2022-08-21