নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট৷৷ শ্রদ্ধার সঙ্গে এস এফ আই এর উদ্যোগে পালিত হল খাদ্য আন্দোলনের শহীদ কাজল বর্মনের ৫৩ তম শহীদান দিবস৷ এদিন শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন নেতৃত্বরা৷ বক্তব্য রাখতে গিয়ে এসএফআই রাজ্য সম্পাদক সন্দীপন দেব বলেন, ১৯৭০ সালে আজকের দিনেই কংগ্রেস শাসিত রাজ্যে সোনামুড়া মহকুমায় কাজ ও খাদ্যের দাবিতে আন্দোলনে নেমে পুলিশের গুলিতে শহীদ হয়েছিলেন কাজল বর্মন৷ তিনি বলেন, ১৯৭০ সালে কাজল বর্মনের মত যুবকরা ক্ষুধার তাগিদে কাজও খাদ্যের যে আন্দোলন তাকে জোরদার করেছিলেন৷ বর্তমান সময়ে ফের একবার এই আন্দোলনকে তেজী করা প্রয়োজন বলে, জানিয়েছেন সন্দীপন দেব৷ বর্তমান সময়েও কাজের ও খাদ্যের অভাবে শ্রমজীবী মানুষের একই অবস্থা বলে অভিযোগ করেছেন তিনি৷
2022-08-20