ত্রিপুরায় মন্ত্রিসভায় দফতর পুনর্বণ্টন

আগরতলা, ২০ আগস্ট (হি. স.) : ত্রিপুরায় মন্ত্রিসভায় সদস্যদের মধ্যে দপ্তর পুনর্বন্টন করা হয়েছে। শনিবার এক নির্দেশিকা জারি করে উপজাতি কল্যাণ দপ্তরের অন্তর্গত টিআরপি এবং পিটিজি দপ্তরের দায়িত্ব প্রেম কুমার রিয়াং-কে দেওয়া হয়েছে। শিল্প ও বাণিজ্য দপ্তরের হ্যাণ্ডলুম, হ্যান্ডিক্রাফ্ট এবং সেরিকালচার বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে রামপদ জমাতিয়াকে।কাজকর্ম সঠিকভাবে পরিচালনা করার তাগিদেই এই ধরনের পরিবর্তন আনা হয়েছে বলে দাবি প্রশাসনের। মন্ত্রিসভায় দফতর পুনর্বণ্টনে কাজকর্মে আরো গতি আসবে বলে মনে কড়া হচ্ছে। তবে বিধানসভা নির্বাচনের হাতে গোনা মাত্র কয়েক মাস বাকি থাকতে মন্ত্রিসভায় সদস্যদের দফতর পুনর্বণ্টনে বড়সড় কারণ রয়েছে বলেই মনে কড়া হচ্ছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *