অর্থ তছরুপ মামলায় মুখতার আনসারির ঠিকানায় ইডি-র তল্লাশি, নজরে বিএসপি সাংসদ আফজলও

লখনউ, ১৮ আগস্ট (হি.স.): অর্থ তছরুপ মামলায় বহুজন সমাজ পার্টির প্রাক্তন সাংসদ মুখতার আনসারির লখনউ ও গাজিপুরের বিভিন্ন ঠিকানায় তল্লাশি অভিযান চালাল প্রবর্তন নির্দেশালয় (ইডি)। মুখতার আনসারি ছাড়াও তার ভাই আফজাল আনসারির বিভিন্ন ঠিকানাতেও তল্লাশি অভিযান চালিয়েছে ইডি। আফজাল আনসারি হলেন গাজিপুরের বিএসপি সাংসদ।

দিল্লি ও উত্তর প্রদেশ-সহ মোট ১১টিও ঠিকানায় এদিন তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রসঙ্গত, অর্থ তছরুপ মামলায় অভিযুক্ত বহুজন সমাজ পার্টির ৫-বারের প্রাক্তন বিধায়ক মুখতার আনসারি এই মুহূর্তে উত্তর প্রদেশের বান্দা জেলে রয়েছেন।