নয়াদিল্লি, ১৮ আগস্ট (হি.স.): দেশে ৫জি টেলি পরিষেবার সূচনার জন্য টেলি যোগাযোগ দফতর বিভিন্ন সংস্থার জন্য স্পেকট্রাম নির্ধারণ করেছে।
কেন্দ্রীয় যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী, অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, এ সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র সংশ্লিষ্ট সংস্থাগুলিকে পাঠানো হয়েছে। এয়ারটেল বুধবারই ৮ হাজার ৩১২ কোটি চল্লিশ লক্ষ টাকা এ বাবদ জমা দিয়েছে এবং কয়েক ঘন্টার মধ্যেই তাদের নির্ধারিত স্পেকট্রাম ব্যবহারের অনুমতি পেয়েছে।
সংস্থার চেয়ারম্যান সুনীল মিত্তল পুরো প্রক্রিয়াটি দ্রুততার সঙ্গে সম্পন্ন হওয়ায় মন্ত্রকের প্রশংসা করেছেন। আগামী মাস থেকেই যাতে টেলি যোগাযোগ পরিষেবা প্রদানকারী সংস্থাগুলি ৫জি পরিষেবা শুরু করতে পারে, তার জন্য সরকার সক্রিয়। সাতদিন ধরে নিলাম প্রক্রিয়া চলাকালীন ৫১ হাজার ২৩৬ মেগা হার্টজ তরঙ্গ বিক্রি করে কেন্দ্র ১ লক্ষ ৫০ হাজার ১৭৩ কোটি টাকা আয় করেছে। জিও সব থেকে বেশি অর্থব্যয় করে স্পেকট্রাম কিনেছে। আদানি ডেটা নেটওয়ার্ক প্রথমবার টেলি যোগাযোগ পরিষেবার সঙ্গে যুক্ত হচ্ছে। এই সংস্থা ২১২ কোটি টাকার স্পেকট্রাম কিনেছে।