নয়াদিল্লি, ১৭ আগস্ট ( হি.স.) : বিলকিস বানো মামলায় দোষীদের মুক্তির প্রসঙ্গ তুলে বুধবার প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেন, প্রধানমন্ত্রীর কথা এবং কাজের মধ্যে পার্থক্য রয়েছে।
তিনি বলেন, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা নারীকে যারা ধর্ষণ করেছে এবং তার তিন বছরের মেয়েকে হত্যা করেছে তারা ‘আজাদি কে অমৃত মহোৎসব’-র সময় মুক্তি পেয়েছে। নারী শক্তির কথা বলা দেশের নারীদের কী বার্তা দিচ্ছেন? মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কথা আর কাজের পার্থক্য দেখছে গোটা দেশ।
উল্লেখ্য, গুজরাটে ২০০২ সালের দাঙ্গার সময় বিলকিস বানোর পরিবারের ৭ সদস্যকে খুন করা হয়েছিল। একই সঙ্গে গণধর্ষণের শিকার হন বিলকিস। এই মামলার আসামিরা ১৪ বছর কারাবাসের পর বিশেষ ক্ষমার আওতায় ১৫ আগস্ট মুক্তি পায়।

