আগরতলা, ১১ আগস্ট : রাজ্য সরকার বিদ্যাজ্যোতি প্রকল্পে ছাত্রছাত্রীদের কাছ থেকে ১০০০ টাকা আদায় করার যে সিদ্ধান্ত নিয়েছে তা অবিলম্বে প্রত্যাহার করে নেওয়ার দাবিতে আজ শিক্ষা অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করেছে এনএসইউআই।
এদিন শিক্ষা ভবনে এনএসইউআই’র ডেপুটেশনকে কেন্দ্র করে প্রচুর সংখ্যক পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। পুলিশের এ ধরনের রণসাজ দেখে রীতিমত সমালোচনা করেন এনএসইউআই রাজ্য সভাপতি সম্রাট চৌধুরী।
শিক্ষা অধিকর্তার কাছে ডেপুটেশন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এনএসইউআই রাজ্য সভাপতি সম্রাট চৌধুরী বলেন, বিজেপির নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর থেকে শিক্ষাকে বেসরকারিকরণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, সরকারি স্কুলগুলোকে বিদ্যাজ্যোতির আওতায় এনে প্রত্যেক ছাত্র-ছাত্রীর কাছ থেকে ১০০০ টাকা করে আদায় করে চলেছে। এ ধরনের সিদ্ধান্তকে ছাত্র স্বার্থ বিরোধী বলে তিনি তীব্র ভাষায় সমালোচনা করেন।
অবিলম্বে ছাত্রছাত্রীদের কাছ থেকে ১০০০ টাকা আদায় করার নীতি প্রত্যাহার করে নেওয়ার জন্য তিনি দাবী জানান। অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করে না নিলে এনএসইউআই রাজ্যজুড়ে বৃহত্তর আন্দোলন সংগঠিত করবে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন।