অসম-মিজোরাম আন্তঃরাজ্য সীমা-বিরোধ নিরসনে উভয় রাজ্যের দুই মন্ত্রীর নেতৃত্বে মঙ্গলবার আইজলে গুরুত্বপূর্ণ বৈঠক

আইজল / গুয়াহাটি ৯ আগস্ট (হি.স.) : অসম-মিজোরামের ১৬৪.৬ কিলোমিটার দীর্ঘ আন্তঃরাজ্য সীমা-বিরোধ নিরসনে উভয় রাজ্যের দুই মন্ত্রীর নেতৃত্বে শীর্ষ প্রশাসনিক স্তরে আজ মঙ্গলবার অনুষ্ঠিত হচ্ছে গুরুত্বপূর্ণ বৈঠক৷ বৈঠক অনুষ্ঠিত হবে আইজল ক্লাবে, বেলা আড়াইটায়। ইতিমধ্যে আজ সকাল ১১টার মধ্যে অসমের প্রতিনিধি দলের নেতা তথা সীমান্ত অঞ্চল উন্নয়ন মন্ত্রী অতুল বরার সঙ্গে এসেছেন অসমের গৃহ নিৰ্মাণ ও নগরোন্নয়ন মন্ত্ৰী অশোক সিংঘল, অসমের গৃহ দফতরের সীমান্ত সুরক্ষা ও উন্নয়ন দফতরের কমিশনার-সচিব জ্ঞানেন্দ্রদেও ত্রিপাঠী এবং তিন শীর্ষ আধিকারিক আইজলে পৌঁছেছেন। সরকারি সূত্রের খবর, মিজোরামের গৃহসচিব লালবিয়াকসাংগি সহ শীর্ষ প্রশাসনিক প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন রাজ্যের (মিজোরাম) গৃহমন্ত্রী লালচামলিয়ানা।

উল্লেখ্য, গত বছর ২৬ জুলাই অসম এবং প্রতিবেশী মিজোরাম, দুই রাজ্য পুলিশ এবং মিজো দুষ্কৃতীদের মুখোমুখি সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল কাছাড়ের আন্তঃরাজ্য সীমান্ত এলাকা। মিজোদের লাগাতার এলোপাতাড়ি গুলিবর্ষণে অসম পুলিশের ছয় জওয়ান এবং এক নাগরিক শহিদ হয়েছেন। পাশাপাশি অসম পুলিশ ও স্থানীয় বাসিন্দা সহ ৬০ জন আহত হয়েছিলেন।

বরাক উপত্যকার কাছাড়, হাইলাকান্দি এবং করিমগঞ্জ জেলায় অসম-মিজোরামের ১৬৪.৬ কিলোমিটার দীর্ঘ আন্তঃরাজ্য সীমান্ত বিবাদ বহু পুরনো। মূলত ১৮৭৫ এবং ১৯৩৩ সালে ব্রিটিশদের সীমানা নির্ধারণের ফলাফল। অসমের দাবি, ১৯৩৩ সালের বিজ্ঞপ্তি অনুযায়ী নির্ধারিত সীমানাগুলি রাজ্যের সাংবিধানিক অধিকারে পড়ে। অপরদিকে মিজোরাম বলছে, ১৮৭৫ সালে ঘোষিত বেঙ্গল ইস্টার্ন ফ্রন্টিয়ার রেগুলেশন (বিইআরএফ)-এর অধীনে নির্ধারিত সীমানা তাদের দখলে। অথচ দখলকৃত বিস্তৃত ওই ভূখণ্ড অসমের অংশে পড়ে। তবে চলমান বিবাদের মীমাংসা বিষয়টি তদারকি করছেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

এদিকে কাছাড়ের ধলাই এবং হাইলাকান্দি জেলার কাটলিছড়া বিধানসভা এলাকাধীন সীমান্ত এলাকায় প্রায় মিজো দুষ্কৃতীরা অসমের নাগরিকদের উত্ত্যক্ত করার অভিযোগ আছে। এরই পরিপ্রেক্ষিতে গত বছরের আগস্টে প্রতিবেশী দুই রাজ্যের প্ৰতিনিধি দল মিজোরামের রাজধানী আইজলে সমাধান সূত্র বের করতে আলোচনায় বসেছিল। আলোচনার মাধ্যমে আন্তঃরাজ্য সীমান্তে শান্তি বজায় রাখতে সৌহাৰ্দ্যপূৰ্ণভাবে সমাধান করতে সম্মত হয়েছিল দুই রাজ্য।

গত ১৬ জুলাই গুয়াহাটিতে এক সাংবাদিক সম্মেলনে অসমের মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শৰ্মা বলেছিলেন, তাঁর ক্যাবিনেট সতীৰ্থ অতুল বরা শীঘ্ৰই প্রতিবেশী রাজ্য মিজোরাম সফর করবেন। ওই সফর ইতিবাচক হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেছিলেন মুখ্যমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *