শিক্ষক স্বল্পতায় পঠন পাঠন ব্যহত পিলাক দ্বাদশের প্রাথমিক বিভাগে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই৷৷  শিক্ষক সল্পতায় ভূগছে পশ্চিম পিলাক দ্বাদশশ্রেনী বিদ্যালয়ের প্রাথমিক বিভাগ৷ ঘটনা শান্তিরবাজার মহকুমার অন্তর্গত জোলাইবাড়ীর পশ্চিম পিলাক দ্বাদশশ্রেনী বিদ্যলয়ে৷ এদিকে অবাক করার বিষয়  বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা শিক্ষকের ভূমিকা পালন করে যাচ্ছে এমনটাই লক্ষ্য করা গেল৷

বিদ্যালয়ে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্র ছাত্রীর সংখ্যা রয়েছে ১০০৷ এই ছাত্র ছাত্রীদের লেখাপরার জন্য বিদ্যালয়ে শিক্ষক সংখ্যা রয়েছেন মাত্র ২ জন৷ শিক্ষক সল্পতার কথা এসএমসি থেকে শিক্ষাদপ্তরের উর্দ্ধতন কতৃপক্ষকে জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ৷  এতে করে বিদ্যালয়ে শিক্ষা ব্যাবস্থা লটে উঠেছে৷ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানান এইবিদ্যালয় পরিচলনার জন্য কমপক্ষে ৫ জন শিক্ষকের প্রয়োজন৷ এখন দেখার বিষয় ছাত্র ছাত্রীদের লেখাপড়ার গুনগত মান উন্নয়নে দপ্তর কি প্রকার পদক্ষেপ গ্রহন করে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *