নয়াদিল্লি, ২৭ জুলাই (হি.স.): উপযুক্ত সময়ে জম্মু ও কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে। বুধবার সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যনন্দ রাই। তিনি জানিয়েছেন, ডিলিমিটেশন কমিশন ১৪ মার্চ এবং ৫ মে জম্মু-কাশ্মীরের সংসদীয় ও বিধানসভা কেন্দ্রগুলির সীমানা নির্ধারণের অর্ডারের বিজ্ঞপ্তি দিয়েছে। নির্বাচন পরিচালনার সিদ্ধান্ত নির্বাচন কমিশনের এক্তিয়ার।
অর্থাৎ কেন্দ্রের পক্ষ থেকে ফের জানিয়ে দেওয়া হল-উপযুক্ত সময়েই জম্মু ও কাশ্মীর রাজ্যের মর্যাদা ফিরে পাবে। এদিন রাজ্যসভায় নিত্যানন্দ রাই আরও জানান, রেকর্ড অনুসারে, ২০২২ সালে কাশ্মীর উপত্যকা থেকে কোনও কাশ্মীরি পণ্ডিত চলে যাননি। এখনও উপত্যকায় বসবাসকারী কাশ্মীরি পণ্ডিতদের সংখ্যা ৬,৫১৪। জম্মু ও কাশ্মীরে ২০২০, ২০২১ ও ২০২২ সালে জঙ্গিদের হাতে নিহত কাশ্মীরি পণ্ডিতের সংখ্যা যথাক্রমে ১, ৪ এবং ১ হল। নিত্যানন্দ রাই আরও জানান, ১৯ জুলাই পর্যন্ত ৪২ জন তীর্থযাত্রী প্রাকৃতিক কারণে মারা গিয়েছেন। ২০২০ এবং ২০২১ সালে, করোনার কারণে অমরনাথ যাত্রার আয়োজন করা হয়নি।