ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই।। প্রথমবারের মতো ভারতবর্ষে হতে চলেছে আল্টিমেট খো খো- প্রিমিয়াম লিগ। পুনেতে হবে এই মহারণ।।যা শুরু হবে আগামী ১৪ আগস্ট থেকে। চলবে ৪ সেপ্টেম্বর পর্যন্ত। এতে ছয়টি দল একে অপরের প্রতিদন্ধীতা করবে। দলগুলো হলো মুম্বাই খিলাড়ি, তেলেগু যোদ্ধা, চেন্নাই কুইক যাইস, জগন্নাথ ওড়িশা, গুজরাট জায়েন্টস্ ও রাজস্থান। এই খো খো প্রিমিয়াম লিগে ত্রিপুরা থেকে তিনজন খেলোয়াড়ের নাম অকশনে উঠলো। অনেকটা আইপিএল ক্রিকেটের আদলে। এর মধ্যে শামীম আলি সুযোগ পেলেন অকশনে। ঊনকোটি জেলায় তার বাড়ি। ২৪০ জন খেলোয়ার থেকে ১৫০ জন খেলোয়াড়কে ছয়টি দল নিয়েছে । এর মধ্য থেকে ত্রিপুরার খো খো খেলোয়াড় শামীম আলিকে অকশন-এর মাধ্যমে মুম্বাই খিলাড়ি টিম নিয়েছে নিজেদের দলে। শামীম আলি ত্রিপুরার একজন স্বনামধন্য খো খো খেলোয়াড়। এর আগে ভারতবর্ষের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলার কৃতিত্ব রয়েছে শামীম আলীর দখলে। বিগত তিন বছর ধরে জাতীয় দলের ক্যাম্পে রয়েছেন রাজ্যের ছেলে শামীম। এত বড় একটা প্রিমিয়াম লিগে সুযোগ পাওয়ার জন্য শামীম আলীকে ত্রিপুরা খো খো এসোসিয়েশনের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হলো। সুযোগটাকে কাজে লাগাতে এখন বদ্ধরিকর রাজ্যের এই দামাল ছেলে শামীম।