ত্রিপুরায় করোনার নমুনা পরীক্ষা কমতেই সংক্রমণও কমেছে, বেড়েছে সুস্থতা

আগরতলা, ২৩ জুলাই (হি. স.) : ত্রিপুরায় করোনার দৈনিক সংক্রমণ এক লহমায় অনেকটাই কমেছে। কিন্তু, করোনার নমুনা পরীক্ষা কম হওয়ায় সংক্রমণের হারও কমেছে। তবে, এবার সংক্রমণের তুলনায় বেড়েছে সুস্থতাও। গত ২৪ ঘণ্টায় ত্রিপুরায় নতুন করে ২১৬ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে।

এদিকে অবশ্য গত ২৪ ঘণ্টায় ২৪০ জন সুস্থ হয়েছেন। কিন্ত সবচেয়ে উদ্বেগের বিষয় হল, পশ্চিম ত্রিপুরা জেলায় ক্রমাগত সংক্রমণের প্রকোপ ঝড়ের গতিতে বেড়েই চলেছে।

স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআরে ১৩৪ এবং রেপিড অ্যান্টিজেনের মাধ্যমে ১৭২৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে, আরটি-পিসিআরে ১৯ এবং রেপিড অ্যান্টিজেনে ১৯৭ জন মোট ২১৬ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে। ফলে, দৈনিক সংক্রমণের হার বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে ১১.৬১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ২১৬ জন সুস্থ হয়েছেন।

তাতে, বর্তমানে ত্রিপুরায় করোনায় আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ২২২৮ জন। প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত ১০৪২৮২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ১০১০৬৪ জন সংক্রমণ থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন। রাজ্যে বর্তমানে করোনা-আক্রান্তের হার বেড়ে হয়েছে ৪.১৩ শতাংশ। তেমনি, সুস্থতার হার কমে হয়েছে ৯৬.৯১ শতাংশ। এদিকে, ০.৮৮ শতাংশ হয়েছে মৃত্যুর হার। এছাড়া ত্রিপুরায় এখন পর্যন্ত ৯২১ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। 

স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিনে আরও জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে পশ্চিম জেলায় ৮৪ জন, সিপাহিজলা জেলায় ১০ জন, খোয়াই জেলায় ১০ জন, গোমতী জেলায় ৪৩ জন, ধলাই জেলায় ১২ জন, উত্তর ত্রিপুরা জেলায় ১৩, ঊনকোটি জেলায় ১৭ জন এবং দক্ষিণ জেলায় ২৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন।করোনার প্রকোপে মারাত্মক বৃদ্ধিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে নতুন চিন্তাভাবনার প্রয়োজন বোধ করাচ্ছে। স্বাস্থ্য দফতর এখনই বেশ কিছু নতুন পদক্ষেপ নিয়েছে। কিন্ত, করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে এই মুহুর্তে কিছু কঠোর পদক্ষেপ নিয়েছে ত্রিপুরা সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *