নয়াদিল্লি, ২১ জুলাই (হি.স.): ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্র নিয়ে আর্থিক দুর্নীতির মামলায় বৃহস্পতিবার এনফোর্সমেন্ট নির্দেশালয় (যদি)-এর দফতরে হাজির দিয়েছেন কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধী। বৃহস্পতিবার মেয়েকে সঙ্গে নিয়ে নতুন দিল্লিতে ইডি-র দফতরে হাজিরা দেন সোনিয়া। কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী এদিন ইডি-র দফতরে হাজিরা দেওয়ার প্রাক্কালে, সোনিয়ার বাড়িতে যান মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। মেয়েকে সঙ্গে নিয়েই ইডি-র দফতরে পৌঁছন কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী।
এদিকে, ইডি-র দফতরে সোনিয়ার হাজিরার বিরোধিতায় এদিন দিল্লি-সহ দেশের বিভিন্ন রাজ্যে বিক্ষোভ দেখান কংগ্রেস নেতা-কর্মীরা। মহিলা কংগ্রেস সমর্থকরাও বিক্ষোভে সামিল হন। দিল্লি পুলিশ অবশ্য যে কোনও ধরনের বিক্ষোভ রুখতে তৎপর ছিল। বুধবার রাত থেকেই আকবর রোড বন্ধ করে দেওয়া হয়। লোহার ব্যারিকেডের প্রাচীর তৈরি করে কংগ্রেসের সদর দফতর ঘিরে ফেলে দিল্লি পুলিশ। কংগ্রেস সাংসদ দীপেন্দর হুডা বলেন, আমরা শান্তিপূর্ণ প্রতিবাদ প্রদর্শন করছি। তাঁরা আমাদের দমিয়ে রাখতে পারবে না। বিহারেও এদিন বিক্ষোভ দেখান কংগ্রেস নেতা-কর্মীরা।
প্রসঙ্গত, এর আগে কংগ্রেস নেতা ও সোনিয়ার ছেলে রাহুল গান্ধীকে পাঁচ দিনে ৫০ ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। সদ্য কোভিড ও অন্যান্য অসুস্থতা থেকে সেরে ওঠা সোনিয়াকে ইডি কত দিন জিজ্ঞাসাবাদ করবে, তা স্পষ্ট নয়। ইতিমধ্যেই ইডি-র অফিসারদের মুখোমুখি হয়েছেন সোনিয়া, এমনটাই জানা যাচ্ছে।